নিচের এই কৌশলগুলো আমাদের নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে সাহায্য করবে।
নিজের নিরাপত্তা রক্ষা (Protect Your Privacy):
1. ব্যক্তিগত তথ্য সীমাবদ্ধ রাখা:
কখনোই আপনার ব্যক্তিগত তথ্য যেমন ফোন নম্বর, জন্ম তারিখ , ঠিকানা, ব্যাংকের তথ্য বা অর্থনৈতিক তথ্য শেয়ার করবেন না।
2. প্রাইভেসি সেটিংস পর্যালোচনা করা (Review Privacy Settings):
প্রত্যেক সামাজিক যোগাযোগ মাধ্যমেরই প্রাইভেসি সেটিংস থাকে যেখান থেকে আপনি আপনার নিরাপত্তা সংরক্ষণ করতে পারবেন। তাই সেটিংসে গিয়ে মাঝে মাঝেই দেখবেন সবকিছু আপনার চাহিদা মতো আছে কিনা, মাসে একবার বা কম পক্ষে দুইমাসে হলেও পাসওয়ার্ড পরিবর্তন করবেন। ফলে আপনার একাউন্ট যেমন নিরাপদ থাকবে তেমনি আপনার ব্যক্তিগত তথ্যও নিরাপদ থাকবে।এছাড়াও মাঝে মাঝে দেখবেন কারা আপনার পোস্ট দেখতে পারছে, কারা আপনার ফ্রেন্ডলিস্টে আছে ইত্যাদি।
3. ফ্রেন্ড নির্বাচন (Be Selective with Friend Requests) :
ফ্রেন্ড নির্বাচনের ক্ষেত্রে খুবই মনোযোগী হতে হবে। অপরিচিত কাউকে যাচাই না করে ফ্রেন্ড বানাবেন না। অনেক সময় প্রতারকরা পরিচিত কারোর মতো প্রোফাইল বানিয়ে আপনাকে ফাঁদে ফেলতে পারে।
Comments
Post a Comment