প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ব্যবহার উল্লেখযোগ্য। ফেইসবুক , টুইটার ( এক্স ), লিংকডইন , ইন্সটাগ্রাম , টিকটক দিন দিন বেড়েই চলছে। তবে এই সামাজিক মাধ্যমগুলো এখন আর যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নেই। এইগুলো ব্যবহার করে গড়ে উঠেছে অনলাইন ব্যবসা বাণিজ্য ও দূর শিক্ষন ব্যবস্থা। এর ব্যাপক সুবিধার পাশাপাশি কিছু অসাধু লোকের দুষ্ট চক্র গড়ে উঠেছে। যারপরনাই আমাদের অনলাইন জগতে নিরাপত্তাহীনতায় পড়তে হয়। নিজেকে নিরাপদ রাখার কিছু কৌশল আমরা জেনে নিব। নিচের এই কৌশলগুলো আমাদের নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে সাহায্য করবে। নিজের নিরাপত্তা রক্ষা (Protect Your Privacy): 1. ব্যক্তিগত তথ্য সীমাবদ্ধ রাখা: কখনোই আপনার ব্যক্তিগত তথ্য যেমন ফোন নম্বর, জন্ম তারিখ , ঠিকানা, ব্যাংকের তথ্য বা অর্থনৈতিক তথ্য শেয়ার করবেন না। 2. প্রাইভেসি সেটিংস পর্যালোচনা করা (Review Privacy Settings): প্রত্যেক সামাজিক যোগাযোগ মাধ্যমেরই প্রাইভেসি সেটিংস থাকে যেখান ...